হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরান ও সিরিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে এবং পশ্চিমা দেশগুলোর ষড়যন্ত্রে সৃষ্ট সংকটের সময় দামেস্কের সঙ্গে তেহরানের সহযোগিতা তার প্রকৃষ্ট প্রমাণ।
সিরিয়ায় দায়েশের আনুষ্ঠানিক পরাজয়ের পর, দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত থেকে বিস্তৃত হচ্ছে এবং এই সিরিজটি বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টিভঙ্গির সাথে আরও বিকশিত হচ্ছে।
ইরান প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ রাজধানী দামেস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক যৌথ সম্মেলনে বলেছেন: এই বৈঠক এমন পরিস্থিতিতে হচ্ছে যে যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো এবং ইহুদিবাদী শাসক দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা।
তিনি আরও বলেন: এই বৈঠকে ইরান ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার ও প্রচারের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর একতরফা ও অবৈধ কর্মকাণ্ড মোকাবেলার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন: এই বৈঠকে দামেস্ক ও তেহরান আবারও ফিলিস্তিনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে।
ফয়সাল মিকদাদ বলেন: দেশে তুরস্কের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত স্বাভাবিক সম্পর্কের কথা বলা যাবে না।প্রতিটি বৈঠকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করা, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানো এবং দেশে অবৈধভাবে উপস্থিত তুর্কি সেনাদের প্রত্যাহারের বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়।